আবারো গোপন খবরের ভিত্তিতে আগরতলায় জিআরপি থানার পুলিশ, এবং আর পি এফ মিলে গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে তার নাম ক্ষুদিরাম কর্মকার শুক্রবার তাকে তিনদিনের পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে তোলা হয়।
রাজ্য থেকে বহি রাজ্যে গাঁজাসহ অন্যান্য নেশা সামগ্রী পাচার ক্রমাগত বেরিয়ে চলেছে রেল কি ব্যবহার করে লক্ষ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী পাচার করার দায়ে গ্রেফতার ও করা হচ্ছে তারপরও অবৈধ নেশা পাচারকারীদের দমানো যাচ্ছে না। এবার গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে জিআরপি ওআরপিএফ থানার পুলিশ ১১ কেজি ৫০০ শুকনো গাজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে তার নাম ক্ষুদিরাম কর্মকার বাড়ি আসামে। শুক্রবার জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গভীর রাতের এক পাচারকার করে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস এ করে মহিরাজ্যে ১১ কেজি ৫০০শুকনো গাজ বেগে করে যাবার সময় তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ স্বীকার করে এই গাজা গুলো বহি রাজ্য আসাম নিয়ে যাচ্ছে গাঁজার বাজার মূল্য ১ লক্ষ ৭২ হাজার টাকা শুক্রবার তিনদিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানান তিনি পাশাপাশি তিনি আরো বলেন এই এক মাসে এনডিপিএস মামলায় নয়জনকে গ্রেফতার করা হয়েছে এবং নেশা সামগ্রী আটক করা হয়েছে বলে জানান তিনি।