Saturday, November 23, 2024
বাড়িখবররাজ্যদীপাবলিতে কালী মায়ের সাতটি বিভিন্নরূপ নিয়ে পুজোয় ব্রতী হল নতুন পল্লী রক্ষাকালী...

দীপাবলিতে কালী মায়ের সাতটি বিভিন্নরূপ নিয়ে পুজোয় ব্রতী হল নতুন পল্লী রক্ষাকালী মন্দির কমিটি

প্রতি বছর দীপাবলি উপলক্ষে রাজ্যের বিভিন্ন ক্লাব সংস্থা সংগঠন মেতে উঠে শ্যামা মায়ের আরাধনায়। অতি জাকজমক ও নিষ্ঠার সাথে এদিন পূজিত হন শ্যামা মা। অন্যান্য বছরের ন্যায় এবছর ও শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হল লিচুবাগানস্থিত নতুন পল্লী রক্ষাকালী মন্দির কমিটি। জানা যায় ২০২২ সালেও মায়ের ৫১ টি রূপ ফুটিয়ে তুলেছিলেন তাঁরা। তখনও প্রচুর পরিমাণে দর্শণার্থীর ভিড় ছিলেন নতুন পল্লী এলাকায়। তাই সেদিকে লক্ষ্য রেখেই এবছর ভিন্ন ধরনের চিন্তাভাবনা নিয়ে করছে নতুন পল্লী রক্ষাকালি মন্দির কমিটি। এবছর কমিটির সদস্যরা কালী মায়ের সাতটি রূপ বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছেন। তাদের প্রত্যাশা এ বছরও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ভিড় জমাবে পুজো প্রাঙ্গনে বলে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য