Wednesday, October 30, 2024
বাড়িখবররাজ্যবুথ ভিত্তিক সদস্যতা অভিযানে দেশের মধ্যে প্রথম ত্রিপুরা -বিপ্লব কুমার দেব

বুথ ভিত্তিক সদস্যতা অভিযানে দেশের মধ্যে প্রথম ত্রিপুরা -বিপ্লব কুমার দেব

বুথ ভিত্তিক বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে দেশের মধ্যে এক নম্বর স্থানে রয়েছে ত্রিপুরা ।বুধবার প্রতাপগড় মন্ডলের উদ্যোগে আয়োজিত সদস্যতা অভিযান অনুষ্ঠানে এই কথা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ।সদস্যতা অভিযান কে কেন্দ্র করে প্রতাপগড়ের আড়ালিয়া কমিউনিটি হলে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

গত ২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে সারাদেশে বিজেপির সদস্যতা অভিযান শুরু হয়েছে ।রাজ্যে ৩ সেপ্টেম্বর থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হাত ধরে শুরু হয়েছে বিজেপির এই সাংগঠনিক কর্মসূচি ।এই কর্মসূচির প্রথম পর্যায়ের অভিযান ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে রাজ্যে দ্বিতীয় পর্যায়ের সদস্যতা অভিযান চলছে। এই অভিযানের অঙ্গ হিসেবে বুধবার প্রতাপগড় মন্ডল কমিটির উদ্যোগে ২৭ নম্বর ওয়ার্ডে এক সদস্যতা অভিযানের আয়োজন করা হয় ।আড়ালিয়ার কমিউনিটি হল ঘরে এই কর্মসূচির আয়োজন করা হয় ।এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ।এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং অন্যান্যরা ।এই অনুষ্ঠানে লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব অনলাইন এর মাধ্যমে সদস্য পদ সংগ্রহ করেন ।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ,গণতান্ত্রিক দল বিজেপির সদস্যতা অভিযানের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সারাদেশেই এই কর্মসূচি চলছে ।এখন পর্যন্ত সারাদেশে দশ কোটির উপর সদস্য সংগ্রহ হয়ে গেছে ।তিনি আরো জানান, প্রতাপগড় মন্ডল এর উদ্যোগে আয়োজিত দলের সদস্যতা অভিযানে অংশগ্রহণ করতে তিনি এখানে এসেছেন ।প্রতাপগড় মন্ডলের সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ২৫ হাজার ।এরই মধ্যে ২১ হাজার সদস্য সংগ্রহ হয়ে গেছে বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ।তিনি আরো জানান ,সারাদেশেই বিজেপির সদস্য সংগ্রহে জনগণের মধ্যে আগ্রহ পরিলক্ষিত হচ্ছে ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে দেশবাসী সন্তুষ্ট ।তাই তারা বিজেপির সদস্য হয়ে বিজেপির পাশে থাকতে চাইছেন ।তিনি আরো জানান, রাজ্যের সদস্যতা সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা পূরণে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।তিনি জানান, সারা দেশের মধ্যে বুথ ভিত্তিক সদস্য সংগ্রহের ক্ষেত্রে ত্রিপুরা প্রথম স্থানে রয়েছে।

এদিন বিজেপির এই সদস্যতা অভিযানকে কেন্দ্র করে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের আড়ালিয়া এলাকায় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য