গতানুগতিক চাকরির বাইরে গিয়ে জনসাধারণের সঙ্গে সংযোগ স্থাপন করে আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবার প্রচার ও প্রসার বৃদ্ধিতে স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার নবম আয়ুর্বেদ দিবস উদযাপন উপলক্ষে প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার সারা দেশের সাথে রাজ্যেও নবম আয়ুর্বেদ দিবস উদযাপন করা হয় ।এই উপলক্ষে প্রজ্ঞা ভবনে আয়ুর্বেদ ইনোভেশন ফর গ্লোবাল হেলথ শীর্ষক একটি আলোচনার আয়োজন করা হয় ।এই আলোচনায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছারাও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্যে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডঃ সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চাকরি করাটাই শেষ কথা নয় ।এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। জনগণের সাথে সংযোগ স্থাপন করতে হবে ।মুখ্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসা পরিষেবার বিভিন্ন শাখা গুলির মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা হোক ।আয়ুর্বেদ চিকিৎসা পরিষেবায় অনেক জটিল রোগের নিরাময় হয়েছে এর প্রমাণ রয়েছে। আয়ুর্বেদ চিকিৎসা পরিষেবার প্রচার ও প্রসার প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।
প্রজ্ঞা ভবনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান ,রাজ্যে আয়ুর্বেদ চিকিৎসা পরিষেবা কে সম্প্রসারিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।সম্প্রতি আয়ুর্বেদিক ঔষধ ক্রয় করার জন্য দেড় কোটি টাকা মঞ্জুর করা হয়েছে ।আয়ুর্বেদিক হাসপাতালে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ স্থাপনের চিন্তাভাবনা চলছে ।মুখ্যমন্ত্রী আরও জানান ,ইতিমধ্যেই আয়ুর্বেদিক হাসপাতালে সোনোগ্রাফি মেশিন বসানো হয়েছে ।অতিসত্বর হাসপাতালে ইকো গ্রাফি মেশিন বসানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী।