মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ দুপুরে এমবিবি স্টেডিয়ামে হীরুধন দেব স্মৃতি নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট -২০২২ এর ফাইন্যাল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । এমবিবি স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী পৌছুলে তাঁকে আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় । মুখ্যমন্ত্রী শ্রীদেব প্রয়াত হীরুধন দেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন । পরে তিনি ফাইন্যাল ম্যাচে অংশগ্রহণকারী দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন । মুখ্যমন্ত্রী শ্রীদেব এমবিবি স্টেডিয়ামের ইন্ডোর হলটি পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন । বেশ কিছুক্ষণ তিনি ফাইন্যাল ম্যাচটি উপভোগ করেন । এই অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ডা . মানিক সাহা এবং খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন । উল্লেখ্য , গত ২২ ফেব্রুয়ারি , ২০২২ এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী ।