আরএসএসের নেতৃত্ব দেওয়া বিজেপি মুখোশধারী সরকার গত ১০ বছর ধরে ভারত শাসন করছে। কিন্তু তারা সাধারণ মানুষের কল্যাণে কোন কাজ করছে না। মানুষের উপর তাদের কোন আস্থা নেই। তাই তারা প্রতিনিয়ত বিরোধীদলের গণতান্ত্রিক কার্যকলাপের উপরআক্রমণ করে যাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য বিরোধীদেরকে কোনটা আশা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা। এইজন্য তারা সংবিধান থেকে গণতান্ত্রিক ব্যবস্থাকে তুলে দিতে চাইছে। এই অভিযোগ ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআইএম নেতা মানিক সরকারের। রবিবার রাজধানী আগরতলার মেলার মাঠ এলাকায় ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথাগুলো বলেন। পাশাপাশি তিনি আরো বলেন মানুষ শাসকদলের এই সকল কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে গিয়েছে যার প্রমাণ এবারের নির্বাচনে দেখতে পাওয়া গিয়েছে। তাদের বিরুদ্ধে মানুষকে আরো বেশি সংঘটিত হওয়ার আহ্বান রাখেন তিনি। এদিনের এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্য সদস্যরা উপস্থিত হয়েছিলেন। অন্যান্য নেতৃত্বরাও ছিলেন।