Tuesday, October 22, 2024
বাড়িখবররাজ্যসব্জীর চড়া দামে শীতেও ঘাম ছুটলো ক্রেতা সাধারনের

সব্জীর চড়া দামে শীতেও ঘাম ছুটলো ক্রেতা সাধারনের

শরৎ বিদায় নিয়ে প্রকৃতিতে চলে এসেছে হেমন্ত ঋতু, তাই সকাল বিকাল হিমেল হাওয়া প্রবাহিত হয়। ইতিমধ্যে বাজারে চলে এসেছে শীতকালীন সবজি। ফুলকপি, বাধাকপি, লাউ, লাল শাক, বেগুন, মুলা, টমেটো, লাউয়ের ডগা, বরবটি, বকফুল ইত্যাদি। সেই সঙ্গে রয়েছে জিঙ্গা পটল, কাকরোল সহ বারো মাসের নানান শাকসবজিতে ছেয়ে আছে রাজধানী আগরতলা বিভিন্ন বাজার। কিন্তু বাজারে বের হলে হাল্কা শীতেও যেন সাধারণ ক্রেতাদের শরীরে ঘাম দেখা দিচ্ছে কারণ হঠাৎ করে সবজির বাজারে যেন আগুন লেগে গিয়েছে। ৮০থেকে ১০০ টাকা দামে বিক্রি হচ্ছে প্রতিটি সবজি। আবার কোনদিন ১১০ টাকা দামেও কিছু কিছু সবজি বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দামি কাঁচা লঙ্কা, ৩০০ টা থেকে ৪০০ টাকা প্রতি কেজি দামে বিক্রি হচ্ছে।বাজারে আসা ক্রেতারা জানান হঠাৎ করে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় রীতিমত নাজেহাল অবস্থা তাদের। মাসের হিসাব মিলাতে হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে যেখানে এক কেজি সবজি নেওয়ার পরিকল্পনা নিয়ে বাজারে আসছেন তো তারা তাদের বেশির ভাগই ৫০০ গ্রাম বা পারো কম পরিমাণ করে সবজি কিনছেন।এই বিষয়ে খুচরো বিক্রেতাদের বক্তব্য প্রতিবছর শীতের শুরুতে সবজির দাম কিছুটা বৃদ্ধি পায়। তবে বন্যার কারণে এ বছর বেশি ক্ষতি হয়েছে শীতকালীন সবজি। তাই অন্যান্য বছরের তুলনায় এবছর সবজির দাম তুলনা মূলক বেশি। তবে আশা করা যাচ্ছে আর কিছুদিনের মধ্যে আরও বেশি পরিমাণে সবজি যখন বাজারে আসবে তখন দাম কমে যাবে। সবজির দাম বেশি হওয়ায় ক্ষুদ্র বিক্রেতাদের লাভ কম হচ্ছে কারণ মানুষ কম পরিমানে কিনছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য