Friday, November 22, 2024
বাড়িখবররাজ্যরাজ্যে যথাযথ মর্যাদায় পালিত হল ৬৫ তম জাতীয় পুলিশ স্মৃতি দিবস

রাজ্যে যথাযথ মর্যাদায় পালিত হল ৬৫ তম জাতীয় পুলিশ স্মৃতি দিবস

সারা দেশের সাথে রাজ্যেও সোমবার পালিত হলো ৬৫ তম জাতীয় পুলিশ স্মৃতি দিবস ।এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর এডি নগর পুলিশ লাইনের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিংহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা।

১৯৫৯ সালের ২১ অক্টোবর লাদাখের হট প্রিন্সে টিনা বাহিনীর অতর্কিত হামলায় ১০ জন সাহসী সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছিলেন এই ঘটনায় ইন্টেলিজেন্স ব্যুরো এবং সিআরপিএফ থেকে সাতজন সদসকে আটক করা হয়েছিল ডেপুটি সেন্ট্রাল ইন্টেলিজেন্স আধিকারিক করম সিং এর নেতৃত্বে একটি অনুসন্ধান মিশনের সময় এই আক্রমণটি ঘটে সাহসী সিআরপিএফ জোয়ানদের আত্মত্যাগ কে স্মরণ করে প্রতিবছর ২১ অক্টোবর দিনটিকে জাতীয় পুলিশ স্মৃতি দিবস হিসেবে পালন করা হয় জাতীয় পুলিশ স্মৃতি দিবস উদযাপন উপলক্ষে সোমবার রাজধানীর অ্যাডিন অবস্থিত পুলিশ লাইনের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন অতিরিক্ত মহা নির্দেশক অনুরাগ সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এই অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় নিহত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পুলিশের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মুখ্য সচিব জে কে সিনহা।

অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভরঞ্জন জানান দেশ স্বাধীন হওয়ার পর এখন পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যের এবং কেন্দ্রীয় আরক্ষা দপ্তরের প্রায় ৩৫ হাজার পুলিশ কর্মী দেশ রক্ষায় নিজের প্রাণ বলিদান করেছেন জাতীয় পুলিশ স্মৃতি দিবসের দিনে শহীদ বীজওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

উল্লেখ্য জাতীয় পুলিশ স্মৃতি দিবস উদযাপন উপলক্ষে ২১ অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য পুলিশ রাজ্যের বিভিন্ন থানা এবং স্থানে এই কর্মসূচি পালন করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য