Thursday, November 21, 2024
বাড়িখবররাজ্যত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

ত্রিপুরা জুট মিলের শ্রমিক কর্মচারীদের বকেয়া অর্থরাশী মিটিয়ে দেওয়ার দাবিতে 6 নভেম্বর থেকে জুটমিল প্রাঙ্গনে গণবীক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ত্রিপুরা জুট মিল যৌথ আন্দোলন কমিটি ।এই কর্মসূচিকে সফল করে তুলতে রবিবার আগরতলা টাউন হলে এক সাধারণ অধিবেশনের আয়োজন করা হয় । অধিবেশনে ত্রিপুরা জুট মিলের বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সুপ্রিম কোর্ট এবং ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ অনুসারে জুট মিলে কর্মরত ১৬৪৭ জন কর্মচারীর বকেয়া পাওনা সরকার মিটিয়ে দিচ্ছে না বলে অভিযোগ । এই বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে আগামী ৬ নভেম্বর থেকে ত্রিপুরা জুটমিল প্রাঙ্গনে লাগাতর গণ বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটি ।এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে রবিবার আগরতলা টাউন হলে এক সাধারণ অধিবেশনের আয়োজন করা হয় ।এই অধিবেশনে ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ জানান ,ছয় মাসের জায়গায় এক বছর পেরিয়ে গেছে ।সরকার ত্রিপুরা জুট মিলের ১৬৪৭ জন কর্মচারীর বকেয়া পাওনা মিটিয়ে দিচ্ছে না ।বিষয়টি নিয়ে অনেক অনুনয় করা হয়েছে ।এই অবস্থায় দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের পথে নামা ছাড়া কোন দ্বিতীয় পথ খোলা নেই বলে জানান নেতৃবৃন্দ।

প্রসঙ্গত উল্লেখ্য যে , সুপ্রিম কোর্টের রায় অনুসারে ত্রিপুরা জুট মিলে ১৬৪৭ জন কর্মচারীকে ১৯৯৬ সাল থেকে সব বকেয়া রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে ।এই ক্ষেত্রে দেরী হলে 6% সুদ প্রদান করতে হবে ।কিন্তু এই রায় প্রদানে পর এক বছর সময় পেরিয়ে গেলেও ত্রিপুরা জুট মিলের একাংশ শ্রমিক কর্মচারী বাদে অধিকাংশরাই বঞ্চিত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য