Tuesday, November 12, 2024
বাড়িখবররাজ্যপ্রধানমন্ত্রীর উপর অস্থাই সদস্যতা অভিযানে ব্যাপক সারা ফেলছে -মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপর অস্থাই সদস্যতা অভিযানে ব্যাপক সারা ফেলছে -মুখ্যমন্ত্রী

ভারতীয় জনতা পার্টির সদস্য সংগ্রহ অভিযানে রাজ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর জনগণের অস্থাই এর অন্যতম কারণ। রবিবার ৮ টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে সদস্যতা অভিযানের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচিতে অংশগ্রহণ করে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।মুখ্যমন্ত্রীর সাথে সদস্য সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

রবিবার থেকে ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। দ্বিতীয় দফার সদস্যতা অভিযানে রবিবার অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা ।এই সদস্যতা অভিযান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ,যেখানে যাচ্ছি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর উপর জনগণের আস্থা দেখতে পাচ্ছি ।আর এই কারণেই বিজেপির সদস্যতা অভিযানে রাজ্যের সর্বত্র ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে ।মুখ্যমন্ত্রী আরও জানান, রবিবার দ্বিতীয় পর্যায়ে তার বিধানসভা কেন্দ্র ৮- টাউন বরদোয়ালি এলাকায় সকাল থেকে সদস্যতা অভিযান শুরু হয়েছে। রাত পর্যন্ত এই অভিযান চলবে ।অভিযানে বিধানসভা এলাকার সব কয়টি বুথের সভাপতি সহ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তিনি আরো জানান ,এখন পর্যন্ত তার বিধানসভা কেন্দ্রে বারো হাজার সদস্যতা সংগ্রহ করা হয়েছে ।রবিবারের পর এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে জানান মুখ্যমন্ত্রী ।এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন,রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ তার ব্যবস্থা গ্রহণ করছে। মুখ্যমন্ত্রী আরও জানান ,জনগণের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে গোয়েন্দা দপ্তরকে আরো জোরদার করা হবে।

এদিন বিজেপির সদস্যতা অভিযান কে কেন্দ্র করে ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য