Friday, August 8, 2025
বাড়িখবররাজ্যলঙ্কামুড়ায় দুইদিনব্যাপী ফাগুন মেলা শুরু

লঙ্কামুড়ায় দুইদিনব্যাপী ফাগুন মেলা শুরু

তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে দুইদিনব্যাপী ফাগুন মেলা । আল্পনা গ্রাম তথা লঙ্কামুড়ায় আয়োজিত এই মেলার উদ্বোধন করেন বিধায়ক ডা . দিলীপ কুমার দাস । বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন , স্বনির্ভর ত্রিপুরা ও মহিলা স্বশক্তিকরণের উল্লেখযোগ্য উদাহরণ হতে পারে আল্পনা গ্রাম । গ্রামটিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হলে পরিকল্পনামত এগিয়ে যেতে হবে । এক্ষেত্রে সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের সাথে নিবিড় যোগাযোগ রাখতে হবে স্থানীয়দের । তিনি আশা প্রকাশ করেন অচিরেই গ্রামটি রাজ্য এবং বহির্রাজ্যের মানুষের কাছে পর্যটনের একটি নতুন ঠিকানা হবে । অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল জগদীশ দাস , পুর নিগমের সদস্যা মিত্রারানী মজুমদার , বিশিষ্ট সমাজসেবী মকুল রায় ও লিটন সরকারও বক্তব্য রাখেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য