Friday, February 7, 2025
বাড়িখবররাজ্যশারদ উৎসবে বোধজং বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মহতী উদ্যোগ

শারদ উৎসবে বোধজং বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মহতী উদ্যোগ


শারদ উৎসবকে সামনে রেখে দুস্থদের মধ্যে বস্ত্রদান অনুষ্ঠানের মহৎ উদ্যোগ গ্রহণ করেছে রাজধানীর বোধজং উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ।এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ।তিনি বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের এই ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানান।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে নজির সৃষ্টি করলো রাজধানীর বোধজং উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ।তারা বিদ্যালয় এলাকার দুস্থজনদের হাতের নতুন বস্ত্র তুলে দেন। এই উপলক্ষে সোমবার বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের টিচার্স কাউন্সিলের সচিব ব্রজগোপাল বর্ধন, সমাজকর্মী চন্দ্রশেখর দেব, মেয়র ইন কাউন্সিল হিমানী দেববর্মা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম দেববর্মা সহ অন্যান্যরা ।এদিন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের এই ধরনের মহতী উদ্যোগের জন্য সাধুবাদ জানান রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ।তিনি বলেন, সরকার সমাজ পরিবর্তনের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। এই আহবানে সাড়া দিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মহতী কাজে এগিয়ে এসেছেন। ঘটনাটি বিরাট সাফল্যের ইঙ্গিত বলে মনে করেন তিনি।

এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পূজোর প্রাক্কালে নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকার দুস্থ জনগণ। এলাকার শুভবুদ্ধি সম্পন্ন অংশের জনগণও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের এই ধরনের উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য