গ্রাম বাংলার লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্যে আমাদের প্রত্যেককে বিশেষভাবে নজর দিতে হবে । লোকসংস্কৃতি হারিয়ে গেলে সমাজের উপর এর বিরূপ প্রভাব পড়তে বাধ্য । আজ মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত একদিনের পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক লোকসংস্কৃতি উৎসবের উদ্বোধন করে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব একথা বলেন । তিনি বলেন , আজকে আমরা আমাদের লুপ্তপ্রায় সংস্কৃতিকে নিয়ে উৎসব করছি এটা ভেবে খুব আনন্দ হচ্ছে । কিন্তু শুধুমাত্র একদিনের উৎসবেই যেন আমাদের এই সংস্কৃতি চর্চা সীমাবদ্ধ না থাকে সে বিষয়ে নজর থাকতে হবে । তিনি বলেন , বাড়িতে নতুন শিশুর আগমনে , বিয়ের অনুষ্ঠানে এখন আর আগের মতো গীত গাওয়া হয়না । জারিসারি গান , জুম চাষের গান সেগুলোও আজ আর তেমনভাবে দেখা যায়না । অথচ এই সংস্কৃতি আমরা যুগ যুগ ধরে বহন করে আসছি । এই সংস্কৃতিকে রক্ষা করার দায়িত্বও আমাদের । অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন , পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে । তাই আমাদের নিজস্ব লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে এই সংস্কৃতি চর্চা আরও বেশি করে করতে হবে । তিনি বলেন , সরকারিভাবে তথ্য ও সংস্কৃতি দপ্তর লোক উৎসবের মাধ্যমে লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে । কিন্তু এই প্রচেষ্টায় সাধারণ মানুষকেও সামিল হতে হবে । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের পশ্চিম জেলা কার্যালয়ের সহ অধিকর্তা অমৃত দেববর্মা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীগণ । জেলার তিনটি মহকুমা থেকে আগত ৯ টি লোকসংস্কৃতি দল এই লোকসংস্কৃতি উৎসবে লোকসংগীত ও লোকনৃত্য পরিবেশন করেন ।