বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে ধন্যবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে অভিনন্দন জানান।
শারদ উৎসব কে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজ হাতে দুস্থদের মধ্যে নতুন কাপড় তুলে দেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, পুজোর সময় সবার মুখে হাসি ফোটানো এবং সবাই মিলে আনন্দে মাতোয়ারা হওয়ার লক্ষ্যকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পূজোর দিনগুলিতে রাজ্যে শান্তি সম্প্রীতি অটু ট থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী।
এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিল কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান ,এই ঘটনা অতীব আনন্দের। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন ,প্রধানমন্ত্রী সর্বদাই মানুষের জন্য কাজ করার চেষ্টা করেন ।এখন বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিলেন। তিনি আরো জানন ,প্রধানমন্ত্রীকে যতবারই ধন্যবাদ জানানো হোক না কেন তা কমই হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে চলতি বছরের গত জুলাই মাসে সাহিত্য একাডেমীর অন্তর্গত ল্যাংগুইস্টিক্স এক্সপার্ট কমিটি মারাঠি, পালি,প্রাকৃত, অহমিয়া এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অনুমোদন দেয়। বৃহস্পতিবার সেই অনুমোদনে শীলমোহর দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা।