Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যচন্ডীপুর ব্লকে কৃষক কর্মশালা অনুষ্ঠিত

চন্ডীপুর ব্লকে কৃষক কর্মশালা অনুষ্ঠিত

কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে চন্ডীপুর ব্লকের আকতাপাড়া বেলতলী কমিউনিটি সেন্টারে বৃষ্টি নির্ভর এলাকা উন্নয়ন প্রকল্পের উপরে সম্প্রতি এক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয় । কর্মশালার উদ্বোধন করেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস । কর্মশালায় সভাপতিত্ব করেন চন্ডীপুর পঞ্চায়েতের প্রধান জ্যোৎস্নারাণী দাস । উপস্থিত ছিলেন চন্ডীপুর পঞ্চায়েতের উপপ্রধান অতনু দাস । কর্মশালায় ৫০ জন কৃষক অংশ নেন । কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে ২৯ জন কৃষককে গরু , ছাগল ও শুকর পালনে সহায়তা প্রদান করা হয় । এদের মধ্যে ৪ জন সুবিধাভোগীকে ২ টি করে গরু পালনে ৪০ হাজার টাকা করে , ১৪ জন সুবিধাভোগীকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে ১০ টি করে ছাগল পালনে ও ১১ জন সুবিধাভোগীকে ১০ টি করে শুকর পালনে ২৫ হাজার টাকা করে সরকারি সহায়তা প্রদান করা হয় । এরজন্য ২৯ জন কৃষককে সর্বমোট ৭ লক্ষ ৮৫ হাজার টাকার সহায়তা প্রদান করা হয় । কর্মশালায় রিসোর্সপার্সন হিসাবে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহ অধিকর্তা তথা চন্ডীপুর ও ডলুগাওয়ের কৃষি সেন্টার অফিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সন্দীপ পাল । মহকুমা কৃষি তত্ত্বাবধায়কের কার্যালয় সূত্রে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য