Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যজাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এন এস এস’র ৭ দিনের বিশেষ শিবির

জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এন এস এস’র ৭ দিনের বিশেষ শিবির

জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে আজ থেকে ৭ দিনের এন এস এসের বিশেষ শিবির শুরু হয়েছে । বিদ্যালয় প্রাঙ্গণে প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার । উদ্বোধনী ভাষণে তিনি পড়াশুনার সাথে সাথে সেবা প্রকল্পের প্রত্যেকটি সদস্য সদস্যাকে সমাজের জন্য নিজেকে নিয়োজিত করতে ও নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান । অনুষ্ঠানে জাম্বুরা পঞ্চায়েতের প্রধান সুশান্ত দেবনাথ এন এস এস সদস্য সদস্যাদের জাতীয় সেবা প্রকল্পের মূলমন্ত্র আত্মস্থ করে সমাজে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে আদর্শ সমাজ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান । অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয় এস এম সি কমিটির সদস্য বিজয় কুমার দেবনাথ । স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের এন এস এস প্রোগ্রাম অফিসার ফনিভূষণ শুরুদাস । সভাপতির আসন অলংকৃত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব দাস । ৭ দিনের বিশেষ শিবিরে বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের মোট ৩০ জন সদস্য সদস্যা অংশ নিয়েছেন । অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীগণ লোকনৃত্য , সংগীত পরিবেশন করেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য