ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে রাজ্য সরকার চাপ সৃষ্টি করছে বিরোধী দল কংগ্রেস এবং তাদের শাখা সংগঠনগুলি। এই কর্মসূচির অংশ হিসেবে ৭দফা দাবীতে সোমবার আগরতলায় বিক্ষোভ রেলি এবং গণ ডেপুটেশন কর্মসূচির আয়োজন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন রাজধানী আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে দলের কর্মী সমর্থকরা মিছিল নিয়ে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন। রাস্তা পরিক্রমা করে সদর মহকুমা শাসকের অফিসের সামনে গিয়ে শেষ হয় মিছিল এবং সেখান থেকে এক প্রতিনিধি দল মহকুমা শাসকের অফিসে গিয়ে ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশন প্রদানকালে সদর মহকুমা শাসকের অফিসের বাইরে থাকা কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভার নেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তীর, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, মুখপাত্র প্রবীর চক্রবর্তী, অর্পিতা সরকার সহ অন্যান্যরা। এদিনের এই কর্মসূচি সম্পর্কে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, ত্রিপুরা রাজ্যের মানুষ চরম কষ্টের মধ্যে রয়েছেন বিশেষ করে ভয়াবহ বন্যার কারণে রাজ্যের বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত। শাসক দল ডাবলিং ইঞ্জিন সরকারের কথা বললেও কেন্দ্র সরকার মানুষের কল্যাণ বন্যা পরিস্থিতিতেও আর্থিক সহায়তা করেনি।তিনি আরো বলেন এই পরিস্থিতিতে মানুষের কথা বলার জন্য সারা রাজ্যের প্রতিটি মহকুমাতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে কংগ্রেসের তরফে। মানুষের জন্য কথা বলতে গিয়ে এদিন মোহনপুর মহকুমা শাসকের অফিসের ভিতর কংগ্রেস কর্মীদের রক্তাক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনার তীব্র নিন্দা জানান সুদীপ রায় বর্মন।