ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে গাঁজা পাচার অব্যাহত। অভিযোগ পাচারকারীরা বিভিন্ন পন্থা অবলম্বন করে গাঁজা পাচার করছে। ফের লরির গোপন চেম্বারে গাঁজা পাচার করতে গিয়ে আটক প্রচুর গাঁজা। গোপন খবরের ভিত্তিতে পূর্ব থানা ও কলেজটিলা ফাঁড়ির পুলিস রাজধানীর চন্দ্রপুর এলাকা থেকে আটক করে একটি লরি। গাড়িটিকে আটক করে কলেজটিলা ফাঁড়ি নিয়ে যায়। পরবর্তী সময় কলেজটিলা ফাঁড়িতে গাড়িটিতে তল্লাসি চালানো হয়। তল্লাসি অভিযানে গাড়িটির গোপন চেম্বার থেকে ৪৫ প্যাকেটে ৩৫৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা।আটক করা হয়েছে গাড়ির চালককে। ধৃত গাড়ির চালকের নাম মিঠুন কর্মকার, বাড়ি রামনগর এলাকায়। চালক জিজ্ঞাসাবাদে জানিয়েছে গাঁজা গুলি মেঘালয়ে নিয়ে যাচ্ছিল। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পশ্চিম জেলার পুলিস কিরণ কুমার কে, সদর মহকুমা পুলিস আধিকারিক সহ অন্যরা। পুলিস মামলা নিয়ে পুরো ঘটনার তদন্ত করছে।