Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যরক্তদানে নবজাগরণ সৃষ্টি করেছে ত্রিপুরা - মুখ্যমন্ত্রী

রক্তদানে নবজাগরণ সৃষ্টি করেছে ত্রিপুরা – মুখ্যমন্ত্রী

দেখতে দেখতে ৭৫ বছর অতিক্রম করে ৭৬ বছরে পদার্পণ করল রাজধানীর গাঙ্গাইল রোডস্থিত বিবেকানন্দ ব্যায়ামাগার ।৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শনিবার এই ব্যয়ামাগারে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী দীপা কর্মকার, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা ।এদিন এই অনুষ্ঠানে বলতে গিয়ে রক্ত দাতাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানে নবজাগরণ সৃষ্টি করেছে ত্রিপুরা ।এখানে উৎসবের মেজাজে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ।এই ধরনের মহৎ সামাজিক কাজে সামাজিক সংস্থাগুলোকে আরো বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তিনি ।মুখ্যমন্ত্রী বলেন, তিনি নিজেও এক সময়ে এখানে আসতেন। প্রাতঃভ্রমণে বেরিয়ে এখানে এসে শরীর চর্চা করতেন ।এই বেয়ামাগার থেকে অনেক খেলোয়ারা উঠে এসেছেন। এই ব্যায়ামাগারের উন্নয়নে উদ্যোগী হবেন বলেও জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সোনার মেয়ে পদ্মশ্রী দীপা কর্মকার। যার এই বেয়ামাগার থেকেই জিমন্যাস্টিক্সে পদচারনা শুরু হয়েছিল। শুধু দীপা কর্মকার নন ,আরো অনেক জিমন্যাস্ট এবং ভারোত্তোলকদের হাতেকড়ি হয়েছিল এই বিবেকানন্দ বিয়ামাগারে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 + 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য