শনিবার প্রতিবছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হলো ২৪ তম ব্রু ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান এবং সামাজিক সমাবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এদিন তিনি সংবাদমাধ্যমকে জানান আজকের এই অনুষ্ঠান বিশেষ করে রিয়াং সম্প্রদায়ের বিভিন্ন দপ্তরের যে আধিকারিকরা রয়েছেন তাদের উপস্থিতিতে বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র-ছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ গড়া এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীর কথামতো উপজাতি যুবক যুবতীদের নেশা মুক্ত রাখা সেই উদ্দেশ্যকে সাফল্যমন্ডিত করতে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি সেই বিষয়ের উপর আজকের এই অনুষ্ঠানে সেই বিষয়ের উপর আলোকপাত করা হবে বলে জানান। এদিনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা উপজাতি ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।