বিদ্যা অর্জনের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যাপ্তি ঘটানোর লক্ষ্যে বৃহস্পতিবার পঞ্চম রাজ্যভিত্তিক একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলগুলির সাংস্কৃতিক অনুষ্ঠান ও কলা উৎসব অনুষ্ঠিত হলো ।এদিন দশরথ দেব স্মৃতিভবনে এই কলা উৎসবের উদ্বোধন করেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা।এই কলা উৎসব থেকে জাতীয় স্তরের আসরের জন্য সাংস্কৃতিক দল বাছাই করা হবে।
অন্যান্য বছরের মতো এবারও পঞ্চম রাজ্যভিত্তিক একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলগুলির সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কলা উৎসব অনুষ্ঠিত হলো। এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর দশরথ দেব স্মৃতিভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাজ্যের উপজাতিক কল্যাণ দপ্তর ।রাজ্যের ছয়টি আবাসিক একলব্য স্কুলের সাংস্কৃতিক দল এই কলা উৎসবে অংশগ্রহণ করে। তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। অনুষ্ঠানের উদ্বোধন করে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন ,পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের প্রয়োজনীয়তা রয়েছে ।স্কুল স্তরের ছাত্র-ছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক পরিসর বৃদ্ধি করার লক্ষ্যেই এই ধরনের কলা উৎসবের আয়োজন করা হয়েছে। তিনি আরো জানান, একলব্য স্কুলগুলির মধ্যে আগামী 30 সেপ্টেম্বর ক্রিয়া সরঞ্জাম প্রদান করা হবে।
এদিন উপজাতি কল্যাণ মন্ত্রী আরো জানান ,এই রাজ্যভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছাত্র-ছাত্রীদের বাছাই করা হবে ।তিনি আরো জানান, জনজাতি অংশের ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান করা হয়েছে। তারপরও যারা বাকি রয়েছেন তাদের জন্য 31 অক্টোবর পর্যন্ত দপ্তরের পোর্টাল খোলা থাকবে। সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের দপ্তরের পোর্টালে গিয়ে আগামী 31 অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।