গোপন খবরের ভিত্তিতে জিরানিয়া রেলওয়ে স্টেশন থেকে চার গাঁজা পাচারকারীকে আটক করা হয়। মঙ্গলবার রাতে আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ, জিরানিয়া থানার সযোগিতায় চার অন্ত:রাজ্য নেশা কারবারিকে গ্রেফতার করতে স্বক্ষম হয়েছে। এর মধ্যে মহিলা তিনজন এবং পুরুষ একজন। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৪৭.১০০ কেজি শুকনো গাঁজাযার বাজার মূল্য সাড়ে তিন লক্ষ টাকা । যেগুলি ৩টি ট্রলি ব্যাগে করে দূরপাল্লার ট্রেন দিয়ে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনায় ছিল বলে বুধবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস।
তিনি আরো জানান, আগরতলা জিআরপি থানাতে তাদের বিরুদ্ধে একটি এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়। তাদের সঙ্গে আরো কারা যুক্ত আছে জিজ্ঞাসাবাদ চালিয়ে তা জানার চেষ্টা চলছে। বুধবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতের তোলা হবে। আটক গাঁজা পাচারকারীদের নাম নাম হলো, সবিতা পাল (৩৪ ), বাড়ি – বিশালগড় থানাধীন, দুই নাম্বার গৌতম নগর, রিংকু নম,(৩৪), বাড়ি আমতলী থানাধীন সূর্যমনি নগর রেল কলোনি, মমতা শীল (৪০) বাড়ি বিশালগড় থানাধীন ঘনিয়ামারা। মিঠুন চক্রবর্তী( ৩৫ ) বাড়ি আসাম রাজ্যর বাগমারা হরিণটিলা গ্র্যান্ড, থানা -শিলচর সদর।