তিপ্রাসা চুক্তি নিয়ে দিল্লিতে প্রথম পর্বের ত্রিপাক্ষিক আলোচনা ইতিবাচক ছিল বলে জানালেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ।এদিন বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন বন্ধে ভারত সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে জানান তিনি ।মথা সুপ্রিমো আরো জানান, আগামী ২৬ সেপ্টেম্বর দক্ষিণ ত্রিপুরা জেলায় বাংলাদেশের ঘটনা নিয়ে পদযাত্রার আয়োজন করা হবে।
তিপ্রাসা চুক্তি অনুসারে সম্প্রতি দিল্লিতে প্রথম পর্বের ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় ।এই বৈঠকে ভারত সরকারের দুজন, আধিকারিক ,রাজ্য সরকারের দুজন আধিকারিক এবং তিপ্রা মথার পক্ষ থেকে বিজয় কুমার রাঙ্গল ও মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবর্মন উপস্থিত ছিলেন ।বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানান প্রদ্যুত কিশোর দেব বর্মন ।সোমবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান ,প্রথম পর্বের ত্রিপাক্ষিক বৈঠকে জনজাতিদের সাংবিধানিক, অর্থনৈতিক ,ভাষাগত এবং ভূমির অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি ১০৩২৩ শিক্ষক প্রসঙ্গ ,সন্ত্রাসবাদী কার্যকলাপে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন সংক্রান্ত বিষয়টিও তুলে ধরেন মথা সুপ্রিমো । তিনি বলেন, সুযোগ পেলেই সংখ্যালঘু সকল অংশের জনগণের বাড়িঘর আক্রমণ করা হচ্ছে। হত্যা করা হচ্ছে ,মারা হচ্ছে। এসব আর কতদিন চলবে? তিনি জানান ,পরিকল্পনা মাফিক এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে ।বাংলাদেশ যদি অবস্থান পরিবর্তন না করে তবে তার মতে ,ভারতকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি রাষ্ট্রসঙ্ঘের সামনে তুলে ধরা উচিত।
সাংবাদিক সম্মেলনে প্রদ্যুৎ কিশোর দেববর্মন আরো জানান ,বাংলাদেশের ঘটনাবলী নিয়ে ভারত সরকারের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বর দক্ষিণ ত্রিপুরা জেলায় একটি রেলির আয়োজন করা হবে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী প্রসঙ্গে ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনারের নীরব ভূমিকা নিয়েও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।