Wednesday, October 16, 2024
বাড়িখবররাজ্যআগরতলায় অনুষ্ঠিত "স্বচ্ছতা ই সেবা" কর্মসূচি এবং "এক পেড় মা কি নাম"...

আগরতলায় অনুষ্ঠিত “স্বচ্ছতা ই সেবা” কর্মসূচি এবং “এক পেড় মা কি নাম” শীর্ষক কর্মসূচি

জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার উদ্যোগে “স্বচ্ছতা ই সেবা ২০২৪” কর্মসূচি এবং “এক পেড় মা কি নাম” শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হলো রবিবার। রাজধানী আগরতলার প্যালেস কম্পাউন্ড এলাকার জাতীয় স্বাস্থ্য মিশনের অফিস প্রাঙ্গনে আয়োজিত এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্য, জাতীয় স্বাস্থ্য মিশন এর ত্রিপুরা শাখার মিশন ডিরেক্টর ড সুমিত রায় চৌধুরী সহ অন্যান্য আধিকারিক এবং কর্মচারীরা। কর্মসূচিকে ঘিরে এদিন প্রথমে আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্য বলেন, সুস্বাস্থ্যের জন্য স্বচ্ছতা অত্যন্ত জরুরী। স্বচ্ছতা না থাকলে সুস্বাস্থ্য কখনোই আসবে না। এই বিষয়কে গুরুত্ব দিয়ে জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা শুধুমাত্র আগরতলায় নয়, গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি চালু করেছে। পরিবেশ নির্মল রাখার জন্য স্বচ্ছতা অত্যন্ত জরুরী বলে অভিমত ব্যক্ত করেন। আনুষ্ঠানিক বক্তব্যের পর উপস্থিত সকলের স্বচ্ছতার জন্য শপথ বাক্য পাঠ করেন। সব দেশে সকলে মিলে অফিস চত্বরে সাফাই অভিযান কর্মসূচি পালন করেন।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য