ছয় বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মহিলা ও স্তন্যদাত্রী মহিলাদের পুষ্টির মানোন্নয়নে ২০১৮ সালের ৮ মার্চ পোষন অভিযান প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিশু, গর্ভবতী মহিলা ও স্তন্যদাত্রী মহিলাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অপুষ্টিজনিত সমস্যার মোকাবিলা করাই এই অভিযানের মূল লক্ষ্য। এবছর সপ্তম বর্ষে পদার্পণ করেছে এই প্রকল্প। গত ১লা সেপ্টেম্বর থেকে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে উদযাপিত হচ্ছে সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস। এরই অঙ্গ হিসেবে সদর আরবান সিডিপিও অফিসের উদ্যোগে পুর নিগমের ৩৭ নং ওয়ার্ডের এর অন্তর্গত কালীটিলা অঙ্গনওয়াড়ি সেন্টারে রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন করা হয়। পাশপাশি আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে কালীটিলা অঙ্গনওয়াড়ি সেন্টারের নবনির্মিত বিল্ডিং-এরও উদ্বোধন হয় এদিন। এদিনের এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জয়েন্ট ডাইরেক্টর ডঃ চন্দ্রানী বিশ্বাস,বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনারানি সরকার এবং ৩৭ নং ওয়ার্ডের কর্পোরেটর বাপী দাস সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, শিশুদের সঠিকভাবে গড়ে তোলার জায়গা হল এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। তাই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে শিশু,গর্ভবতী মহিলা ও স্তন্যদাত্রী মহিলারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এদিন সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়াও এলাকার গর্ববতী মহিলাদের হাতে বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে এদিন।