মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার আহবানে সারা দিয়ে শনিবার রক্তদান শিবিরের আয়োজন করল আগরতলা পৌর নিগমের ৪৬ নম্বর ওয়ার্ড ।বাধারঘাট স্থিত ইলা ভট্টাচার্য স্মৃতি সাংস্কৃতিক মিলনায়তনে আয়োজিত এই রক্তদান শিবির উদ্বোধন করেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার ,বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা।
শনিবার আগরতলা পুর নিগমের ৪৬ নং ওয়ার্ডের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বাধারঘাট স্থিত ইলা ভট্টাচার্য্য স্মৃতি সাংস্কৃতিক মিলনায়তনে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ১৪-বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনা রানী সরকার, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য্য সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের যোগান ঠিক রাখতে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। আর মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব এবং সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান ও পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে যেভাবে রক্তদান শিবির অনুষ্ঠিত করা হচ্ছে,তা সত্যিই প্রশংসার দাবী রাখে।
এদিন উদ্বোধন শেষে রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের সাথে কথা বলে তাদের উৎসাহিত করেন উপস্থিত অতিথিরা।