Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যদোল পূর্ণিমা উপলক্ষে তেলিয়ামুড়া মহাকুমার শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির এর...

দোল পূর্ণিমা উপলক্ষে তেলিয়ামুড়া মহাকুমার শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির এর উদ্যোগে উৎসবের আয়োজন


দোল পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও শ্রীকৃষ্ণের ঐতিহাসিক দোল পূর্ণিমা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া রামঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে।এদিনের এই দোল পূর্ণিমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার। এছাড়াও ছিলেন রাম ঠাকুর সেবা মন্দিরের ভক্ত বৃন্দরা।
সংবাদে জানা যায়, বিগত প্রায় ৩৭ তম তেলিয়ামুড়া রামঠাকুর সেবা মন্দির এর উদ্যোগে দোল পূর্ণিমা উৎসব হয়ে আসছে। বিগত দুই বছর করুণা বিধি নিষেধ থাকার কারণে সে রকম ভাবে দোল পূর্ণিমা উৎসব করা সম্ভব হয়নি। এবছর যেহেতু করুণা প্রকোপ তুলনামূলক কমেছে এবং সরকারি বিধি নিষেধ নেই করুণা সংক্রান্ত বিষয় নিয়ে। সেহেতু এ বছর দোল পূর্ণিমা উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছে সেবা মন্দির কর্মকর্তারা। এদিকে কমিটির পক্ষ থেকে তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার জানান, তিন দিন ধরেই ভক্তবৃন্দ দের মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। হাজার হাজার ভক্তবৃন্দরা দোল পূর্ণিমা উৎসব উপলক্ষে রামঠাকুর সেবা মন্দিরে আসেন। শুক্রবার দোল পূর্ণিমা উপলক্ষে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এদিকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তরা রাম ঠাকুর সেবা মন্দিরে পূর্ণ কামনার্থে উপস্থিত থাকেন। তিনি আরো বলেন, শৃঙ্খলা বদ্ধ ভাবে প্রতি বছরের ন্যায় এ বছরও পালন করা হচ্ছে দোল পূর্ণিমা উৎসব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য