রেলের ধাক্কায় দেহ থেকে পৃথক হয়ে রেল লাইনে আছড়ে পড়ল এক যুবকের হাত। ঘটনা সোমবার সকালে আগরতলা রেল স্টেশনের তিন নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ।গুরুতর আহত যুবকের পরিচয় পাওয়া যায়নি ।বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবকটি।
রেলের ধাক্কায় দেহ থেকে পৃথক হয়ে রেল ট্রাকে ছিটকে পরল এক যুবকের হাত। ঘটনা সোমবার সকালে আগরতলা রেল স্টেশনের তিন নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায়। গুরুতর আহত যুবকটিকে স্থানীয়রা উদ্ধার করে হাঁপানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ।পরে জিআরপি থানার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ।পুলিশ রেল ট্র্যাকে পড়ে থাকা যুবকের কাটা হাতটি উদ্ধার করে নিয়ে যায় ।এদিন এই খবর জানিয়ে পুলিশ আধিকারিক জানান ,আহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা ,আত্মহত্যা করতেই রেলের সামনে ছুটে গিয়ে এই ঘটনা ঘটায় যুবকটি ।তার বয়স ৩২ বছর হবে । আশঙ্কা জনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।