প্রতিবছর ১৫ সেপ্টেম্বর দিনটিকে সারা ভারত জুড়ে ইঞ্জিনিয়ার্স দিবস হিসেবে উদযাপন করা হয়, এবছর ৫৭তম ইঞ্জিনিয়ার দিবস উদযাপন করা হচ্ছে। বিশিষ্ট ইঞ্জিনিয়ার স্যার এম বিশ্বষভরায়ার জন্মদিনটিকে সারা দেশে ইঞ্জিনিয়ার্স দিবস হিসেবে পালন করা হয়। সারা দেশের সঙ্গে রোববার ত্রিপুরা রাজ্য জুড়ে এই দিনটি উদযাপন করা হয়। রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকার পূর্ত দপ্তরের পানীয় জল এবং জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অফিসে যথাযোগ্য মর্যাদা সঙ্গে এই দিনটি উদযাপন করা হয়। এদিনের এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্য সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা। বক্তব্য রাখতে গিয়ে কিরণ গিত্য বলেন, তিনি ইঞ্জিনিয়ার হলেও স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত থাকার কারণে প্রতিনিয়ত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কাজকর্ম করতে করতে নিজেকে ডাক্তার হিসেবেই মনে হয়। কিন্তু বছরের এই দিনটি এলে তিনি যে ইঞ্জিনিয়ার তা অনুভব করেন। পাশাপাশি তিনি বলেন এম বিশ্বষভরায়া ভারত কত সারা বিশ্বের মধ্যেও খুব জ্ঞাতনামা একজন ইঞ্জিনিয়ার ছিলেন। কাজের স্বীকৃতি স্বরূপ তার জন্মদিন কে ইঞ্জিনিয়ার্স দিবস হিসেবে উদযাপন করা হয়। পূর্ত দপ্তরের পানীয় জল এবং জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স’র যৌথ উদ্যোগে দিনটি উদযাপন করা হয়।