ছয় দফা দাবির ভিত্তিতে শুক্রবার ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এসোসিয়েশনের উদ্যোগে সদর ডিএম এর নিকট ডেপোটেশন প্রদান কর্মসূচিতে মিলিত হয়। এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সম্মুখভাগ থেকে বর্ণাঢ্য রেলীর মধ্য দিয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ডিএম এর নিকট ডেপুটেশন প্রদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। তাছাড়া ডি এম এর নিকট ডেপুটেশন প্রদানের পর সেক্রেটারিয়েটে সেক্রেটারির নিকটও এই ছয় দফা দাবি ভিত্তিতে ডেপোটেশন প্রদান করেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এসোসিয়েশনের সদস্যারা। এদিন সংবাদমাধ্যমকে মজদুর সেলের এক নেতৃত্ব জানা আমরা চাই সামনে দুর্গ পুজো এর আগে যেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা যেন তাদের ন্যায্যপ্রাপ্ত কিছুটা হলেও পায় তার তার তা তার প্রত্যাশা রাখছেন রাষ্ট্রবাদী সরকারের প্রতি উনারা বিশ্বাস রাখছেন যে রাজ্য সরকার কিছুটা হলেও তাদের ন্যায্যপ্রাপ্ত আগামী পুজোর আগে তাদেরকে দিয়ে দেবে। কেননা রাষ্ট্রবাদী সরকার যে চিন্তাধারা মানসিকতা নিয়ে কাজ করে চলেছে তাতে আশা রাখা যায় যে আসন্ন দুর্গাপূজার আগে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সমস্যা দূরীকরণে সরকার যথাসাধ্য চেষ্টা করবে, এই আস্থা রেখে আজকের এই ছয় দফা দাবি ভিত্তিতে ডেপুটেশন প্রদান কর্মসূচি। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।