শিক্ষা দপ্তরের অধীনে রাজ্যের বিভিন্ন স্কুলে রয়েছেন ৩৬৫ জন কম্পিউটার প্রশিক্ষক। এই কম্পিউটার প্রশিক্ষকদের চাকরির নিশ্চয়তার দাবিতে আন্দোলনে নামলেন তারা। কিছুদিন পরেই তাদের চাকরির ৫ বছর পূর্ণ হয়ে যাবে। তাই কম্পিউটার প্রশিক্ষকদের চাকরির নিশ্চয়তার দাবিতে আন্দোলনে নামল অল ত্রিপুরা কম্পিউটার শিক্ষা সংঘ। বৃহস্পতিবার সংগঠনের তরফে আগরতলা শহরে মিছিল করে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের মুখপাত্র শুভঙ্কর রায়। এদিন সংগঠনের সদস্য সদস্যারা আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে রেলি বের করে। অফিসলেনস্থিত শিক্ষা ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেয়। তাদের দাবির মধ্যে রয়েছে রাজ্যের আই সি টি অনুমোদিত স্কুলে কম্পিউটারকে আবশ্যিক বিষয় করা। ডিজিট্যাল ইন্ডিয়ার সঠিক বাস্তবায়নে কম্পিউটার ইন্সট্রাক্টরদের চাকরির স্থায়িত্বকরণ করার দাবি জানায় তারা। এখন দেখার দপ্তর তাদের বিষয়ে আগামী দিনে কিছু পদক্ষেপ নেয় কিনা?