Friday, January 17, 2025
বাড়িখবররাজ্যআগরতলা সরকারি ডেন্টাল কলেজকে দেশের মধ্যে একটি মডেল কলেজ হিসেবে গড়ে তুলতে...

আগরতলা সরকারি ডেন্টাল কলেজকে দেশের মধ্যে একটি মডেল কলেজ হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: মুখ্যমন্ত্রী

থ্রি-ডি প্রিন্টিং সেন্টারের উদ্বোধনের মধ্যদিয়ে আজ আগরতলা সরকারি ডেন্টাল কলেজের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। আগরতলা সরকারি ডেন্টাল কলেজ আমাদের স্বপ্নের প্রকল্প। বহু প্রতিবন্ধকতা অতিক্রম করে আগরতলায় এই ডেন্টাল কলেজটি স্থাপিত হয়েছে। আজ আগরতলা সরকারি ডেন্টাল কলেজ ও আই জি এম হাসপাতালে পিএম-ডিভাইন প্রকল্পে থ্রি-ডি প্রিন্টিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা একথা বলেন। তাছাড়াও মুখ্যমন্ত্রী থ্রি-ডি প্রিন্টিং-এর উপর ডেন্টাল সার্জন ও কমিউনিটি হেলথ অফিসারদের দু-দিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করেন। আগরতলা সরকারি ডেন্টাল কলেজ ও আই জি এম হাসপাতাল এবং ন্যাশনাল ওরাল হেলথ মিশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আগরতলা সরকারি নার্সিং কলেজের অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এধরণের থ্রি-ডি প্রিন্টিং সেন্টার উত্তর পূর্বাঞ্চল জোনের মধ্যে আগরতলার সরকারি ডেন্টাল কলেজেই প্রথম স্থাপিত হয়েছে যা রাজ্যের জন্য উল্লেখযোগ্য বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ডেন্টাল কলেজের উদ্বোধন করেছেন। এই কলেজকে আগামীদিনে শুধু উত্তর পূর্বাঞ্চলেই নয় দেশের মধ্যে একটি মডেল কলেজ হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এই কলেজের সুনাম অক্ষুন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার বিশেষজ্ঞরা যারাই আগরতলা সরকারি ডেন্টাল কলেজ পরিদর্শন করেছেন তারা সবাই এই কলেজের ভূয়সী প্রশংসা করেছেন। এজন্য কলেজের ফ্যাকাল্টিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা নেওয়ার উপর মুখ্যমন্ত্রী গুরুত্ব- আরোপ করেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা সরকারি ডেন্টাল কলেজের বিডিএস’র প্রথম বর্ষের পরীক্ষায় প্রথম ব্যাচের ছাত্রছাত্রীরা অত্যন্ত ভাল ফলাফল করেছে যার জন্য অত্যন্ত গর্ববোধ হয়।

এই ফলাফলের কৃতিত্ব কলেজের ফ্যাকাল্টিদের। আগামী বছর থেকে এই ডেন্টাল কলেজে আর্থিকভাবে দুর্বল অংশের ছাত্রছাত্রীদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, আগরতলা সরকারি ডেন্টাল কলেজে প্রতি মাসে তিন থেকে সাড়ে তিন হাজার রোগী চিকিৎসার জন্য আসেন। এই থ্রি-ডি প্রিন্টিং পরিষেবা চালু হওয়ার ফলে রোগীদের হাসপাতালে বেশি আসতে হবে না। পাশাপাশি হাসপাতালের ওপিডিতে রোগীদের চাপও কমবে। মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য ও শিক্ষা রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রগুলির মধ্যে অন্যতম। প্রযুক্তিগত উন্নয়নের ফলে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত। কিডনি প্রতিস্থাপন সহ জটিল অস্ত্রপচার সফলভাবে রাজ্যে এখন সম্ভব হচ্ছে। রাজ্যে শিক্ষা ও স্বাস্থ্য হাব গড়তে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন, থ্রি-ডি প্রিন্টিং সেন্টার চালুর মাধ্যমে আগরতলা সরকারি ডেন্টাল কলেজে দন্ত চিকিৎসা পরিষেবায় আধুনিক সুবিধাগুলি উপলব্ধ হবে। গত দেড় বছরে ডেন্টাল কলেজে প্রফেসর, ফ্যাকাল্টি, আধুনিক যন্ত্রপাতি ইত্যাদি সহ যাবতীয় সুবিধা প্রদানে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। এই কলেজের উন্নয়নে সরকার সর্বোতভাবে সহযোগিতা করবে। পি এম ডিভাইন প্রকল্পে এই ডেন্টাল কলেজের বিল্ডিং ও হোস্টেল নির্মাণের মঞ্জুরি হয়েছে এবং শীঘ্রই এর কাজ শুরু করা হবে বলে স্বাস্থ্য সচিব জানান।

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন এনইসি’র সায়েন্স এন্ড টেকনোলজি ডিরেক্টর তানুৎ জামো। স্বাগত বক্তব্য রাখেন আগরতলা সরকারি ডেন্টাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর (ডাঃ) শালু রায়। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত। উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা শাখার ম্যানেজিং ডিরেক্টর ড. সমিত রায় চৌধুরী, স্বাস্থ্য অধিকর্তা প্রফেসর (ডা.) সঞ্জীব দেববর্মা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডা. এইচ পি শর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাঃ অঞ্জন দাস। অনুষ্ঠানে আগরতলা সরকারী ডেন্টাল কলেজের বিভিন্ন কর্মসূচি সম্বলিত এবং থ্রি-ডি প্রিন্টিং সেন্টার সম্পর্কীত তথ্য চিত্র প্রদর্শিত হয়। তাছাড়া স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য সংবাদ নামক একটি পুস্তিকার আবরণ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের বন্যা পীড়িতদের সাহায্যার্থে আগরতলা সরকারি ডেন্টাল কলেজের কর্মীগণ ৫০ হাজার ৫০০ টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাতে এই অর্থরাশির চেক তুলে দেওয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য