Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যরাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য

রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য

মঙ্গলবার রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেন ত্রিপুরার বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। গত ৩ সেপ্টেম্বর ত্রিপুরা থেকে রাজ্যসভার একটি আসনে উপ নির্বাচনে জয়ী হয়েছেন রাজিব ভট্টাচার্য। মঙ্গলবার দিল্লিতে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ রাষ্ট্রপতি জগদীশ ধনখর শপথ বাক্য পাঠ করান। প্রসঙ্গত বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য দীর্ঘ ৩৬ বছর আরএসএস-এর একজন বিশ্বস্ত সৈনিক হিসেবে ত্রিপুরায় বিজেপির জন্য কাজ করেছেন। ২০২২ সালের ২৫ আগস্ট তিনি মন্ত্রী তথা তৎকালীন বিজেপি প্রদেশ সভাপতি অধ্যাপক ডক্টর মানিক সাহার বদলে দলের প্রদেশ সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। তারপর থেকে তিনি যোগ্যতার সাথেই দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে তিনি দলের প্রার্থী হয়ে বনমালীপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করলেও জয়ী হতে পারেননি। দলের প্রতি আনুগত্য এবং নিষ্ঠায় তার কাজকর্মে সন্তুষ্ট হয়ে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে রাজ্যসভার একমাত্র আসনে প্রার্থী করেন এবং প্রত্যাশিতভাবেই সেই আসনে তিনি বিধানসভার ৬০ জন বিধায়কের মধ্যে (শাসক এবং তাদের শরিক দলের বিধায়কদের) ৪৭ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই প্রসঙ্গে আরো উল্লেখ্য বিজেপি জোট শাসনে ত্রিপুরায় রাজ্যসভার এই আসনে প্রথমে বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং পরবর্তীকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংসদ হিসেবে ছিলেন। কিন্তু দলীয় সিদ্ধান্তে তাদের মধ্যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান এবং আরেকজন লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। দলীয় সিদ্ধান্তে পরবর্তী পর্যায়ে পদোন্নতির জন্য তারা কেউই পাঁচ বছর পূর্ণ করতে পারেননি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য