Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যচুরির ঘটনা অব্যাহত রাজধানীতে, আটক ৮ চোর!!

চুরির ঘটনা অব্যাহত রাজধানীতে, আটক ৮ চোর!!

প্রতিনিয়ত চুরির ঘটনা বেড়েই চলেছে রাজধানী আগরতলায়। কখনো রাতের আঁধারে সর্বস্ব লুঠ করে নিয়ে যাচ্ছে নিশিকুটুম্বের দল আবার কখনো দিনদুপুরেই হাত সাফ করে নিচ্ছে চোরের দল। তবে কোনোভাবেই এই চুরি কান্ডে লাগাম টানতে পারছে না প্রশাসন। উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখ রাজধানীর জ্যাকশন গেইট স্থিত ওয়ার্ড অফিস থেকে বেশ কিছু সামগ্রী চুরি হয়। পরবর্তী সময়ে এ বিষয়ে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয় আগরতলা পূর্ব থানায়। এরপর এই ঘটনার তদন্তের জন্য ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। তদন্তে নেমে মহারাজ গঞ্জ বাজার থেকে এক অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে অবশেষে মঙ্গলবার চুরি সামগ্রী সহ আরও ৭ জন অভিযুক্তকে আটক করে পুলিশ। মঙ্গলবার তাদের কোর্টে তোলা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানান সদর এসডিপিও দেবপ্রসাদ রায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য