Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যপাঁচ দিনব্যাপী খোয়াই জেলাভিত্তিক বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের সমৃদ্ধ ঐতিহ্যময় শিল্প...

পাঁচ দিনব্যাপী খোয়াই জেলাভিত্তিক বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের সমৃদ্ধ ঐতিহ্যময় শিল্প সংস্কৃতিকে সর্বত্র মেলে ধরতে বিভিন্ন পরিকল্পনা সফল ভাবে বাস্তবায়িত করা হচ্ছে

বর্তমানে ডিজিটাল নির্ভর তথ্য আহরণে প্রবণতা বাড়লেও বইয়ের প্রতি মানুষের অনুরাগের শেষ নেই । জ্ঞান ও মননের উৎস হিসাবে বইয়ের গুরুত্ব অপরিসীম । রাজ্যের পূর্বতন রাজভাবনে সূচনা হতে চলেছে দেশের প্রথম ডিজিটাল মিউজিয়াম । পাঁচ দিনব্যাপী খোয়াই জেলাভিত্তিক বইমেলার উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । বই মেলায় থিম প্যাভিলিয়ান সহ বেশ কয়েকটি বইয়ের স্টল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী বলেন , রাজ্যের সমৃদ্ধ ঐতিহ্যময় শিল্প সংস্কৃতিকে সর্বত্র মেলে ধরতে বিভিন্ন পরিকল্পনা সফল ভাবে বাস্তবায়িত করা হচ্ছে । তার পাশাপাশি অগ্রাধিকার পাচ্ছে সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ । রাজ্যে ন্যাশনাল স্কুল অব ড্রামার একটি শাখা স্থাপনের জন্য ভূমির বন্দোবস্ত সহ সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের । এই ধরনের উদ্যোগের ফলে দক্ষতামূলক প্রশিক্ষনের সুযোগের পাশাপাশি পেশাগত দক্ষতা নির্ভর রোজগারের বিশাল সুযোগ তৈরী হবে । মুখ্যমন্ত্রী আরও বলেন , শিক্ষা ক্ষেত্রের আধুনিকিকরণের লক্ষ্যে বাজেট ২০.৬৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে । বর্তমান সরকারের সময়ে শিক্ষাক্ষেত্রে বিপুল উন্নয়ন সাধনের পাশাপাশি নয়া বহু দিগন্ত উন্মোচিত হচ্ছে । রাজ্যে সূচনা হতে চলা ফরেনসিক বিশ্ববিদ্যালয় , আইন বিশ্ববিদ্যালয় তাতে অগ্রণী ভূমিকা নেবে । শিক্ষার গুচ্ছ সুযোগ সম্প্রসারণ এর ফলশ্রুতিতে জাতীয় মানের প্রবেশিকা পরীক্ষা গুলোতেও রাজ্যের ছাত্রছাত্রীরা নজির স্থাপন করছেন । মিশন ১০০ বিদ্যাজ্যোতি প্রকল্পে ১০০ টি সিবিএসই বিদ্যালয় এর সাথে আরও ২৫ টি সংযোজিত হতে চলেছে । যুব সম্প্রদায়কে নেশার অশুভ সংস্পর্শ মুক্ত রাখতে দৃঢ় পদক্ষেপ নিয়েছে সরকার । তার পাশাপাশি মহিলা এবং যুবদের ক্ষমতায়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ চলছে । * ২ য় পাতায় ( 2 ) অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন , শান্তিই হচ্ছে উন্নয়নের অন্যতম শর্ত । আর নিজেকে তথ্য সমৃদ্ধ করতে বইয়ের গুরুত্ব অপরিসীম । প্রতিটি জাতি গোষ্ঠীর বিকাশে বর্তমান সরকার গুরুত্ব সহকারে কাজ করছে । বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে রাজ্য সরকার প্রাধান্যের ভিত্তিতে কাজ করছে । অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধানসভার সরকারি মুখ্যসচেতক বিধায়ক কল্যাণী রায় । এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা , তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান তথা বইমেলা কমিটির আহ্বায়ক রূপক সরকার , খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শৰ্মা খোয়াই জেলার জেলা শাসক এলটি দার্লং প্রমুখ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য