Tuesday, September 17, 2024
বাড়িখবররাজ্যসমাজদ্রোহীদের কোন রাজনৈতিক ও ধর্মীয় পরিচিতি নেই: মুখ্যমন্ত্রী

সমাজদ্রোহীদের কোন রাজনৈতিক ও ধর্মীয় পরিচিতি নেই: মুখ্যমন্ত্রী

সমাজদ্রোহীদের কোন রাজনৈতিক ও ধর্মীয় পরিচিতি নেই। আইন আইনের পথেই চলবে। কেউই ছাড়া পাবে না। আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে বিধায়ক ইসলাম উদ্দিন এবং বিধায়ক রামু দাস আনীত একটি দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। দৃষ্টি আকর্ষণী নোটিশটি ছিল “একটি সন্দেহমূলক ঘটনাকে কেন্দ্র করে গত ২৫ আগস্ট রাতে জিরানীয়া মহকুমার কৈতরাবাড়ি গ্রামে নিরীহ গ্রামবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও হামলা সংগঠিত করা সম্পর্কে”। এই দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে পুলিশ স্বাধীনভাবে কাজ করছে। যা আগে কখনও দেখা যায়নি। রাজ্যে কখনও সাম্প্রদায়িক সমস্যা ছিল না। মুখ্যমন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্থদের আইনমাফিক সাহায্য করার উদ্যোগ নেওয়া হবে।

এই দৃষ্টি আকর্ষণী নোটিশ নিয়ে আলোচনা করেন বিরোধী দলনেতা বিধায়ক জীতেন্দ্র চৌধুরী, বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক ইসলাম উদ্দিন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য