Monday, September 9, 2024
বাড়িখবররাজ্যমুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হল বিজেপির সদস্যতা অভিযান

মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হল বিজেপির সদস্যতা অভিযান

মঙ্গলবার সারা দেশের সাথে রাজ্যেও রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হল বিজেপির সদস্যতা অভিযান।এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে এই অভিযানের শুভসূচনা করেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। এদিনের কর্মসূচি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, নতুন করে বিজেপির সদস্যতা পদ গ্রহণ করে খুবই আনন্দিত। ত্রিপুরায় এ বছর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ১০ লক্ষ সদস্য সংগ্রহের । তাই এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের আপামর জনগণের নিকট ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল হতে সদস্যতা গ্রহণ করার আহবান জানিয়েছেন। তাছাড়া এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্যও নতুন করে প্রাথমিক সদস্যতা গ্রহণ করেন এবং প্রাথমিক সদস্যতা গ্রহণ করার পর প্রাথমিক সদস্যতার প্রমাণ পত্র তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে। এদিন তিনি আরও বলেন, গোটা দেশের ন্যায় রাজ্যেও ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান শুরু হয়েছে। তাই শক্তিশালী বিজেপি – বিকশিত ভারত” নির্মাণের সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য