ফের আগরতলা রেল স্টেশনে ধরা পড়ল এক মহিলা সহ দুই রোহিঙ্গা নাগরিক।তারা বাংলাদেশের কক্স বাজার সংলগ্ন আশ্রয় শিবির থেকে পিলিয়ে আগরতলা থেকে রেল যোগে বহিরাজ্যে যাচ্ছিল।ধৃত রোহিঙ্গাদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার আদালতে তোলা হবে।এদিন আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারিক এই সংবাদ জানান ।
আগরতলা কে করিডোর করে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে মানব পাচার অব্যাহত রয়েছে। এরা ভারতের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ছে।শুক্রবার আগরতলা রেল স্টেশন থেকে ২ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে জিআরপি থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলা।ধৃতরা হল আজিদা বেগম ও রমজান আলি।ধৃতরা মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশের কক্স বাজারের অস্হায়ী শিবিরে আশ্রয় নেন।সেখান থেকে পালিয়ে ভারতের ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশ করেন এবং আগরতলা থেকে রেল যোগে বহিরাজ্যে যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে আসে।তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় জিআরপি থানার পুলিশের।পুলিশ তাদের কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেনি।পরে পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানায়,তারা বাংলাদেশের আশ্রয় শিবির থেকে পালিয়ে এসেছে।তখন জিআরপি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।এদিন আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানান ।তিনি আরো জানান,ধৃতদের শনিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সুপর্দ করা হবে ।
উল্লেখ্য, রাজনৈতিক অস্থিরতার জেরে রাজ্যের অন্তর্গত ইন্দো বাংলা সীমান্তে রেড এলার্ট জারি রয়েছে।কিন্তু এই অবস্হার মধ্যেও রাজ্যে মানব পাচার অব্যাহত রয়েছে। বিষয়টি কে কেন্দ্র করে রাজ্য ও জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।