Saturday, September 14, 2024
বাড়িখবররাজ্যশহরকে যানজট মুক্ত রাখতে বিভিন্ন জায়গায় চালানো হবে অভিযান - মেয়র

শহরকে যানজট মুক্ত রাখতে বিভিন্ন জায়গায় চালানো হবে অভিযান – মেয়র

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন জায়গায় যে সমস্ত অনুমোদনহীন ভ্যান্ডার রয়েছে সেগুলিকে উচ্ছেদ করতে অভিযানে নামেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি রাজধানীর অবলা চৌমুহনি থেকে আই জি এম চৌমুহনি পর্যন্ত যে সমস্ত অনুমোদনহীন ভ্যান্ডার রয়েছে তা সরানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী সাত দিনের মধ্যে ফুটপাত, সরকারি জায়গা, রাস্তা করা হবে দখলমুক্ত। এদিনের উচ্ছেদ অভিযানে মেয়রের সাথে ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব ও ট্রাফিক এসপি।এদিন অভিযান শেষে মেয়র জানান ক্রীড়া দপ্তরের কর্তৃক স্টলগুলি উমাকান্ত মিনি স্টেডিয়ামের গ্যালারির নিচে দেওয়া হয়েছে। সেগুলোতে দেখা যাচ্ছে স্টলের সঙ্গে যে ফুটপাত আছে এতেও পন্য সামগ্রী সাজিয়ে রাখা হচ্ছে। এই সমস্ত ব্যাপারে আগরতলা পুর নিগমের কর্তৃপক্ষ উপযুক্ত পদক্ষেপ গ্রহন করবে এবং ফুটপাতে বেদখল করা হবে বলে।তার পাশাপাশি নিগমের তরফ থেকে প্রতিনিয়ত শহরকে যানজট মুক্ত রাখতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য