Monday, December 30, 2024
বাড়িখবররাজ্যএয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এবং বিএসএফ গ্রেফতার করে তিন মানব...

এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এবং বিএসএফ গ্রেফতার করে তিন মানব পাচারকারীকে

মানব পাচারকারীদের ঠিকানা এখন এয়ারপোর্ট থানা এলাকায়। এই থানা এলাকাতেই পুলিশ এবং বিএসএফ অভিযান করে তিনজনকে গ্রেফতার করেছে। এই এলাকায় খুব শীঘ্রই আরও কয়েকজন মানব পাচারকারীকে ধরা হবে বলে জানিয়েছেন আগরতলা রেল থানার ওসি তাপস দাস। তিনি জানিয়েছেন, সম্প্রতি বেশ কয়েকজন বাংলাদেশি আগরতলা রেলস্টেশনে ধরা পড়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পাচারকারীদের নাম পাওয়া গেছে। এরমধ্যে এয়ারপোর্ট থানা এলাকার গান্ধিগ্রামের শুকলাল সরকার (৫০), উত্তর নারায়ণপুরের প্রদীপ সরকার (৪২) এবং বিশ্বজিৎ আচার্য। তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদও করেছে রেল থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনজন নিজেদের পাচারের সঙ্গীদের নাম, ঠিকানা বলতে শুরু করেছেন। বুধবার তাদেরকে আদালতে তোলা হবে বলে জানান জি আর পি থানার ওসি তাপস দাস । অভিযানে বিএসএফ’র ৪২ নম্বর ব্যাটেলিয়নের সহযোগিতা নিচ্ছে পুলিশ। এদিকে, রেলস্টেশন দিয়ে গাঁজা পাচার কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই কারণে আগরতলা থেকে জিরানিয়া যাওয়ার পথে রেললাইনের পাশেই গাঁজা মজুত রাখা হচ্ছে। সুযোগ বুঝে পাচারকারীদের হাতে তাদের সঙ্গীরা ট্রেনের মধ্যেই গাঁজার প্যাকেট নিয়ে ঢিল ছুঁড়ে। এভাবেই ৮১ কিলো গাঁজা জিরানিয়া যাওয়ার রাস্তায় মজুত রাখা হয়েছিলো। পুলিশের তল্লাশিতে এই গাঁজা উদ্ধার হয়েছে। তবে গাঁজার কোনও মালিক খুঁজে পায়নি রেল থানার পুলিশ। রেল থানার ওসি জানিয়েছেন, উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ সাতষট্টি হাজার টাকা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য