Thursday, September 19, 2024
বাড়িখবররাজ্যদাবি আদায়ের লক্ষ্যে মহাকরণ অভিযান জুট মিল শ্রমিক কর্মচারী ও পেনশনার্স অ্যাসোসিয়েশনের

দাবি আদায়ের লক্ষ্যে মহাকরণ অভিযান জুট মিল শ্রমিক কর্মচারী ও পেনশনার্স অ্যাসোসিয়েশনের

ন্যায্য দাবি আদায়ে মহাকরণ অভিযান জুটমিল শ্রমিক- কর্মচারীদের। মঙ্গলবার তারা এই কর্মসূচী পালন করে পূর্ব ঘোষণা মোতাবেক। আদালতের নির্দেশ মতো চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ মোতাবেক ১৯৯৬ সালের ১ জানুয়ারি কর্মরত ১ হাজার ৬৪৭ জন জুটমিল কর্মীদের ন্যায্য বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে মহাকরণ অভিযান করল জুটমিল শ্রমিক-কর্মচারী ও পেনশনার্সরা। মঙ্গলবার জুটমিল শ্রমিক-কর্মচারী ও পেনশনার্সরা যৌথ ভাবে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে মিছিল করে মহাকরণের উদ্দেশ্যে রওয়ানা হলে সার্কিট হাউসের সামনে তাদেরকে পথ আটকে দেয় পুলিস। পরবর্তী সময় সেখান থেকে ৫ সদস্যের এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে রাজ্যের অর্থ দপ্তরের সচিবের কাছে ডেপুটেশন দেয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক ধনমনি সিং। তিনি জানান জুট মিলের ১ হাজার ৬৪৭ জন শ্রমিক কর্মচারীদের বকেয়া এক সাথে মঞ্জুর করতে হবে। সুপ্রিমকোর্টের রায় অনুযায়ী বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। দাবি আদাল্যে আগামী দিনে আন্দোলন জারি রাখার বার্তা দেওয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য