Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যযুব ও ক্রিয়া বিষয়ক মন্ত্রী হৃশ্বমুখের জয়কতপুর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন...

যুব ও ক্রিয়া বিষয়ক মন্ত্রী হৃশ্বমুখের জয়কতপুর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন

যুব ও ক্রিয়া বিষয়ক মন্ত্রী হৃশ্বমুখের জয়কতপুর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন ক্রীড়া মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি একজন ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে বললেন যুব ও ক্রিয়া বিষয়ক মন্ত্রি। সরকার রাজ্যের শিক্ষার মান উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। রাজ্য সরকার মিশন 100 বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রাজ্যের 100টি নির্বাচিত স্কুলকে আধুনিক স্কুলে পরিণত করার উদ্যোগ নিয়েছে। এই জন্য, প্রতিটি জেলা থেকে কয়েকটি স্কুলকে সিবিএসই বোর্ডের অধীনে আনা হয়েছে, আজ হৃষ্যামুখের জয়কতপুর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করার পরে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী ঘোষণা করেছেন। তিনি বলেন, খেলাধুলা মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে। সঠিক মনোভাব ও ব্যক্তিত্ব গড়ে না উঠলে শিক্ষা অর্থহীন। ছাত্র ও যুবসমাজকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের গুরুত্ব তৈরি করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে বলেন যাতে তারা ভবিষ্যতে ভালো নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৃষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন বকুল দেবী দেবনাথ, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য স্থায়ী কমিটির সভাপতি স্বপ্না মজুমদার, হৃষ্যমুখ স্কুল পরিদর্শক স্বপন চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব নন্দী।মন্ত্রী বিজয়ীদের হাতে কয়েকটি পুরস্কার তুলে দেন, অনুষ্ঠানের শুরুতে ইয়াস মন্ত্রী ক্রীড়া পতাকা উত্তোলন করেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য