Sunday, September 14, 2025
বাড়িখবররাজ্যবন্যা কবলিত ছাত্র-ছাত্রীদের স্বার্থে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিল এন এস ইউ আই

বন্যা কবলিত ছাত্র-ছাত্রীদের স্বার্থে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিল এন এস ইউ আই

সম্প্রতি রাজ্যে প্রবল বর্ষণের বন্যার ফলে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ জনগণ, তেমনিভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন রাজ্যের ছাত্র ছাত্রীরা। বন্যার জলে ভেসে গিয়েছে পড়াশোনার সামগ্রী, মাথার উপরে নেই ছাদ,অনেকের দুমুঠো খাবারের যোগানে নুন আনতে পান্তা ফুড়োয় অবস্থা, সেখানে পড়াশোনার সামগ্রী যোগান করতে হিমশিম খাচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। সেদিকে লক্ষ্য রেখে ছাত্রছাত্রীদের স্বার্থে রাজ্যের অন্যতম ছাত্র সংগঠন এন এস ইউ আই বন্যাকবলিত ছাত্র ছাত্রীদের জন্য বিনামূল্যে পড়াশোনা সামগ্রী সহ কিছু আর্থিক সাহায্যে যেন প্রদান করা হয় সেই দাবিতে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করলেন। এদিন এন এস ইউ আই নেতৃত্ব সংবাদমাধ্যমকে জানান বন্যা রাজ্য জুড়ে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় উল্লেখযোগ্য সংখ্যক পাঠ্যপুস্তক এবং অধ্যয়ন সামগ্রীর ক্ষতি এবং ধ্বংসের দিকে পরিচালিত করেছে। তাই শিক্ষা দপ্তরের অধিকর্তাকে অনুরোধ করছি যে শিক্ষা অধিদপ্তর অবিলম্বে নতুন অধ্যয়ন সামগ্রী যেমন বই, গাইড বই এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণগুলি সমস্ত ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে প্রদান করার ব্যবস্থা গ্রহণ করে। কেননা তাদের শিক্ষার ধারাবাহিকতা তাদের একাডেমিক অগ্রগতির জন্যই নয় বরং তাদের সামগ্রিক উন্নয়ন এবং ভবিষ্যত সম্ভাবনার জন্যও গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য