Saturday, September 14, 2024
বাড়িখবররাজ্যএবার বর্ণা তদের পাশে দাঁড়ালো ট্রান্সজেন্ডার রা

এবার বর্ণা তদের পাশে দাঁড়ালো ট্রান্সজেন্ডার রা

ভয়াবহ বন্যার কারণে ত্রিপুরা রাজ্যে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। এই বন্যার ফলে বহু মানুষ সর্বস্বান্ত হয়ে গিয়েছেন। বন্যা দুর্গত মানুষদের সহযোগিতার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছে প্রশাসন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন এনজিও বিভিন্ন রাজনৈতিক দল এমনকি ব্যক্তিগত উদ্যোগেও পীড়িত মানুষদের সহায়তা করা হচ্ছে। এই কাজে পিছিয়ে নেই তৃতীয় লিঙ্গের মানুষও। বছরের বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের বাড়িতে গিয়ে জোর জুলুম করার অভিযোগ অনেকেই করে থাকেন তৃতীয় লিঙ্গের মানুষের বিরুদ্ধে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে তারাও তাদের সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। শনিবার তারা প্রথমে রাজধানীর বড়দোয়ালী স্কুলে শিবিরে আশ্রয়রত মানুষদের মধ্যে চাল ডাল আলু লবণ সহ রান্না করার অন্যান্য সামগ্রী বিতরণ করেন। আগরতলার অন্যান্য শিবিরেও তারা এধরনের সামগ্রী বিতরণ করবেন বলে জানান সংবাদ মাধ্যমকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য