প্রকৃতির রোষানলে তথা ভারী বর্ষণ ও আকস্মিক জলস্ফীতির ফলে ক্ষতিগ্রস্ত মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকা। পরিস্থিতি খতিয়ে দেখতে নিজ বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে যান এলাকার বিধায়ক তথা রাজ্যের পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন পরিদর্শন কালে তিনি বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ও বন্যাপীড়িতদের মধ্যে তাঁদের চাহিদা অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা করেন। বন্যা কবলিত বিভিন্ন স্থানে গিয়ে সেখানকার বন্যা পীড়িতদের সঙ্গে কথা বলেন। বন্যার্তদের মাঝে খাবার,বিশুদ্ধ পানীয় জল ও ওষুধ বিতরণেরও ব্যবস্থা করেন। তাছাড়া এদিন তিনি সর্বসাধারণের কাছে এখন বন্যার্তদের পাশে দাঁড়াবার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।