বিগত তিন দিন ধরে টানা বর্ষনের ফলে প্লাবিত শহর আগরতলাসহ শহরতলীর বিভিন্ন এলাকা। তাই ভারী বৃষ্টি এবং বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে
আজ এবং আগামীকাল রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি এবং টিটিএএডিসি-র অধীনস্থ স্কুল বন্ধের ঘোষণা দিল রাজ্য সরকার। বলা চলে রাজ্যে প্রাকৃতিক বিপর্যয়ের গভীর সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। টানা বর্ষণের জেরে নদীগুলি ফুঁসছে। তাই বর্তমান পরিস্থিতির কথা ভেবে বিরাজমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন তিনি ছাত্রছাত্রী, শিক্ষক ও সমস্ত কর্মচারীদের এই নির্দেশ পালন করার জন্য আবেদন জানিয়েছেন।