Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যখোয়াই ব্লকভিত্তিক কৌশল মেলা

খোয়াই ব্লকভিত্তিক কৌশল মেলা

মেলা ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের খোয়াই শাখার উদ্যোগে সম্প্রতি খোয়াই ব্লকভিত্তিক কৌশল মেলা অনুষ্ঠিত হয় । খোয়াই পঞ্চায়েত সমিতির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করেন রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত । বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া পর্ষদ সচিব শ্রী রক্ষিত বলেন , রাজ্য সরকার মানুষকে আত্মনির্ভর করে তুলতে ব্যাপকভাবে কাজ করছে । কাজেই সরকারি ব্যাবস্থাপনায় প্রতিটি প্রকল্পের সুবিধা গ্রহণ করার সাথে সাথে নিজেকে ও অন্যদেরকে স্বনির্ভর করে তুলতে তিনি সকলের প্রতি আহ্বান জানান । আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে সুসংহত পদ্ধতিতে মাছচাষ , মাশরুম চাষ , ফুলচাষ ও মৌমাছি পালনের মধ্যদিয়ে পরিবার ও রাজ্যের আর্থিক অবস্থার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান । মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার , খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস , বিশিষ্ট সমাজসেবী অপর্ণা সিংহ রায় , টি আর এল এমের জেলা কো – অর্ডিনেটর চান্দনী গাঙ্গুলী প্রমুখ । অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন খোয়াই ব্লকের বিডিও অনুরাগ সেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য । অনুষ্ঠান শেষে ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত সহ অন্যান্য অতিথিগণ ফিতা কেটে মেলায় অংশগ্রহণকারী ১৩ টি স্টলের উদ্বোধন করেন । এছাড়া শ্রী রক্ষিত খোয়াই ব্লক কার্যালয়ে ব্লক লেভেল টি আর এল এম অফিস গৃহের অনুষ্ঠানিক উদ্বোধন করেন । ব্লক লেভেল কৌশল মেলা উপলক্ষে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মহকুমা কার্যালয়ের উদ্যোগে খোয়াই ব্লকের ৩ টি স্ব – সহায়ক দলের হাতে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় ৩ টি মুড়ি ভাজার মেশিন তুলে দেন অতিথিগণ । এছাড়া কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মহকুমা কার্যালয়ের পক্ষ থেকে মেলায় অংশগ্রহণকারী মহিলাদের মধ্যে ১৫০০ টি করে মরিচ ও বেগুনের চারা বিলি করা হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য