মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় সম্প্রতি লেফুঙ্গা ব্লকের ১০ টি এডিসি ভিলেজের ৬৬ টি পরিবারকে হাঁস পালনে সহায়তা দেওয়া হয় । সুবিধাভোগী পরিবারগুলির মধ্যে এই যোজনায় ১০ টি করে হাঁসের ছানা ও ২ কিলোগ্রাম করে হাঁসের খাদ্য দেওয়া হয়েছে । এই কর্মসূচি রূপায়ণে পরিবার পিছু ব্যয় হয়েছে ১,৩০০ টাকা । মোহনপুর প্রাণীসম্পদ বিকাশ কার্যালয়ে সহকারী অধিকর্তা ডা . বিল্লু দেববর্মা এই সংবাদ জানান ।