যান দুর্ঘটনা যেন নিত্যদিনের ধারাবাহিক পর্বে পরিণত হয়েছে শহর আগরতলায়। যার ফলে রাজধানীর মানুষ ঘর থেকে বেরোতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। জানা যায় রবিবার সকাল আটটায় বড়জলা মহান ক্লাবের সামনে একটি পুর নিগমের গাড়ি একজন বাইক আরোহী কে সজোরে ধাক্কা মেরে গুরুতর আহত করে ফেলেছে, যা দেখে এলাকাবাসীরা বিক্ষুভে ফুটে ওঠে এবং ক্লাবের সামনেই রাজপথ অবরোধে বসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, প্রথমে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালে, অবশ্য আহত ব্যক্তির নাম ঠিকানা কিছুই জানা যায়নি। এদিকে সংবাদ মাধ্যমকে এলাকার বিক্ষুব্ধ জনতা জানান পৌর নিগমের গাড়ির দরুনে ঘর থেকে বেরোনো দায় হয়ে দাঁড়িয়েছে, কেননা এরা আমাদেরকে মানুষ মনে করে না ডাস্টবিন মনে করে। তাই পুর নিগমের গাড়ির এই বার বারন্তে যেন লাগাম টানে রাজ্য সরকার এবং প্রশাসন তারই দাবিতে আজকের এই অবরোধ বলে জানান। আজকের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।