মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে গত ১২ মার্চ বামুটিয়া ব্লকের বেরিমুড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় বেটি বাঁচাও , বেটি পড়াও , নাগরিক অধিকার সুরক্ষা , সড়ক নিরাপত্তা ইত্যাদি বিষয়ের উপর কর্মশালা ও সচেতনতা শিবির , বিদ্যালয় নিরাপত্তা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর মকড্রিল অনুষ্ঠিত হয় । শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণধন দাস , ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী , বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শীলা দাস সেন , মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত , চিফ মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর বিজয় দেববর্মা , বেরিমুড়া উচ্চ মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলা সুন্দরী দেববর্মা প্রমুখ ।